RAMESWARPUR HIGH SCHOOL



ইতিহাস

    পরিবর্তিত বিশ্বে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলাদা এক সোনালী ভোরের প্রত্যাশায় ১৯৫৩ সালে অত্র এলাকায় একদল স্বপ্নচারী মানুষ রামেশ্বরপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে সুন্দর ও মনোরম স্থানে প্রতিষ্ঠা করে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়। ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্বপ্নের গাঙচিল অত্র বিদ্যালয়। হাজী রহমতুল্লাহ প্রামাণিক, আব্দুল আজিজ প্রামাণিক, মোফাজ্জল হোসেন মণ্ডল, ডা. মো: ফরিদ উদ্দীন, কাশিম আকন্দ, নেহাজ উদ্দীন মাষ্টার, মনির উদ্দীন পাইকার যে সোনালী দিনের প্রত্যাশা করেছিলেন, তা পল্লবিত হয়ে আজ মহীরুহতে পরিনত হয়েছে অত্র ইউনিয়নের চেয়ারম্যানগন যথাক্রমে মো: মোসলেম উদ্দীন, এ্যাডভোকেট রেজাউল করিম, আব্দুল বাছেদ মণ্ডল, এ.এইচ. এম আজম খান, আব্দুল ওহাব মণ্ডল, রফিনেওয়াজ খান রবিন, মো: সেকেন্দার আলী তাদের অবদান অনস্বীকার্য । এছাড়াও সৃষ্টির উষালগ্ন থেকে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সদস্যদের একান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলছে ক্রমাগত। স্বাধীনতা যুদ্ধে প্রাণ আত্মহুতি দেওয়া বীর সেনানীদের রক্তস্নাত লাল সবুজ পতাকা আগামী দিনের এক সোনালী সূর্য।